খোকা আমার ভারী দুষ্টু
পড়তে চায়না মোটে,
খেলাধুলা হৈ–হুল্লোড়ে
বন্ধু সাথে জোটে।
ভোর বেলাতে ডাকলে খোকা
নাহি মেলে আঁখি,
মন নেইকো তার পড়াশোনায়
দুঃখ কোথায় রাখি?
সকাল বিকেল সারাটাদিন
বেড়ায় কেবল খেলে,
এমন দুষ্ট বকলে পরে
জড়ায় দুহাত মেলে।
আদর করে যত বলি
মন দিয়ে পড় খোকা,
লেখাপড়া না করলে রে
বলবে সবাই বোকা।
খোকা বলে আজ থেকে মা
বিকেল হলে খেলা,
পড়ার সময় পড়বো লিখবো
করবো না আর হেলা।