সাদামাটা সহজ সরল
ভেবেছিলাম যারে,
মিঠে কথায় গলে গিয়ে
মনটা দিলাম তারে।
মনটা পেতে দিতো গুঁজে
ফুলের কুঁড়ি চুলে,
ছলচাতুরি বুঝিনি তার
ভাসি প্রেমের কুলে।
উজার করে দিলাম তাঁকে
আমার হৃদয় খানি,
দেহমনের সমর্পণে
তাঁকেই আপন মানি।
দিবস চারি যেই না কাটে
রঙ বদলের পালা,
চোখে আমার সর্ষে ফুলে
বক্ষ ভরা জ্বালা।
হায়রে কপাল! একি রে হাল!
মরছি জ্বলে পুড়ে,
মন না চিনে মনটি দিয়ে
দহন হৃদয় জুড়ে।