চিতল মাছে বেজায় কাঁটা
রাজার তবু বায়না,
সাথে থাকলে বাচা মাছটা
কিছুই আর চায়না।
মাশুল তার পেতেই হলো
বিঁধল কাঁটা গলাতে,
পাটনা থেকে সাঁড়াশি নিয়ে
হাকিম এলো বলাতে।
কায়দা যত করে হাকিম
কাঁটা বিঁধে গহনে,
সাঁড়াশি খোঁচা রক্ত ঝরে
যায়না ব্যথা সহনে।
থাকলো পড়ে চিতল কারী
সরষে বাচা মাছেতে,
প্রাণটা করে আকুপাকু রে
আয়রে সবে কাছেতে।
ঘন্টা কাটে সাঁড়াশি খোঁজে
কাঁটা আনতে মুখেতে,
কিলো খানেক রক্ত পাতে
রাজন হাসে সুখেতে।
আদেশ নামা করলো জারী
মাছ হবেনা রাঁধা যে,
নিরামিষ্য আজকে হতে
রাজবাড়িতে বাধা যে।