ঝিঙে মাচায় ফিঙে চড়ুই
তিরিং বিড়িং নাচে,
দোয়েল ময়না সাধছে গলা
বসে সজনে গাছে।
কুসুম কুসুম রোদের রঙে
ঘাসের উপর পড়ে,
শিশির বিন্দু হীরের মত
মনকে আলো করে।
আলতা সাদা শাপলা দোলে
কাজলা দীঘির জলে,
ছেলেমেয়ে কোচড় ভরে
শাপলা তুলে চলে।
অভাব ঘরে আজকে খাবে
গরম ভাতের সাথে,
শাপলা ভাজা শাপলা ঝোলে
দারুণ মজা তাতে।
গাঁয়ের হাটে শাপলা বেচে
আনলে কিনে চালে,
দিনকয়েক তো যাবেই কেটে
খুশির ছন্দে তালে।
শাপলা ডাটা চচ্চড়ি যে
দারুণ লাগে খেতে,
মায়ের হাতে খাবার সুখে
উঠলো সবাই মেতে।