জগত মাঝে নানারকম মানব জাতি আছে,
সুকাজ করে ভালো লোকে জীবন সুখে বাঁচে
কুকর্মেতে মন্দ মানুষ অন্যায় পথে ছুটে,
উৎকোচ নিয়ে কালো টাকা নিত্য চলে লুটে।
কর্মক্ষেত্রে আজকাল দেখি চলছে ঘুষের খেলা,
সই- সাবুদের কাজটা করতে চাই যে টাকা মেলা।
টাকা ছাড়া হয়না কিছুই যতোই থাকনা শিক্ষা,
ঘুষখোর কভু হননা তুষ্ট বিনে টাকার ভিক্ষা।
আমজনতা খাচ্ছে খাবি আঁধার দেখে চোখে,
কাজের তাড়ায় দেয় যে টাকা বাধ্য হয়ে লোকে।
টাকা পেলেই কাজ করে দেয় মুখে হাসি ভরে,
মনে মনেই শাপান্ত যে মানুষেরা করে।
কাড়ি কাড়ি ঘুষের টাকায় বানায় বাড়ি গাড়ি,
ভাবে নাতো সব ফেলে যে দিতেই হবে পাড়ি।
বাড়ছে নিত্য পাপের বোঝা সেকথা কি ভাবে?
শেষ হলে যে কর্মজীবন অবসরে যাবে।
জরা ব্যাধি নামলে দেহে সুখ রবেনা মনে,
আপন জনেও থাকবে দূরে কেউ রবেনা সনে।
অনুতাপে ভুগতে হবে পাপের বোঝা নিয়ে,
যেমন কর্ম তেমনি ফল ভুগবে মাশুল দিয়ে।