ধরার মাঝে সুখের আশে
করছি যতোই চেষ্টা,
দুখ পাথারে খাই যে খাবি
মেটে নাকো তেষ্টা।
তবুও মানুষ সুখের নেশায়
দুখের সাথে লড়ে,
সাধটা হৃদে দুখের শেষে
সুখটা আসবে ভরে।
দুখ সাগরে জীবন ভরে
কাটছি সাঁতার যত,
সত্য পথে কর্ম রথে
আশায় চলি তত।
সুখ পাখিটা চপল বড়ো
চায়না ধরা দিতে,
একটুখানি পরশ পেতে
তৃষ্ণা জাগে চিতে।
হৃদ মাঝারে প্রভুর নামে
ভক্তি আমার রাখি,
সুখের ছোঁয়া দেবেন তিনি
কৃপার পরশ মাখি।