পোশাক আশাক দামী হলেই
মানুষ কি হয় সবে?
আচরণে সুশীল হলেই
মানুষ বলে তবে।
ভালো লোকের হৃদয় ভরা
ভালোবাসা থাকে,
মন্দ মানুষ মনে সদাই
কলুষ হিংসা মাখে।
উচ্চ বংশে জন্ম নিলেই
সজ্জন কি আর বলে?
নিচুজাতিও সুকর্মেতে
মানটা নিয়ে চলে।
বিবেক বুদ্ধি মানবতা
প্রীতির ভাবে যারা,
স্বভাবগুণে দশের কাছে
শ্রদ্ধাটা পান তাঁরা।
শিক্ষা দীক্ষা মনুষ্যত্বে
জ্ঞানের আলো জ্বলে,
লোকের হিতে থাকলে চিতে
মানুষ তাঁকেই বলে।