জীবন বেলার শেষের ক্ষণে
বাজলে শমন বীণ,
থাকবে পড়ে ধরার মাঝে
আমার যত ঋণ।
বিদায় বেলায় চোখের জলে
কাঁদবে আপন জন,
থাকবে পরে বাড়ি গাড়ি
স্ত্রী- পরিবার- ধন।
হাঁটবো না আর এই পৃথিবীর
চেনা পথের ঠায়,
মাখবো না আর মনের সুখে
শীতল ঋতুর বায়।
গাইবে পাখি উঠবে রবি
ফুটবে বাগে ফুল,
বর্ষা এলে ভরবে নদী
ভাঙবে তাহার কূল।
থাকবো না আর আমি তখন
এই পৃথিবীর পর,
মায়ার ভুবন ছেড়ে যাবো
পরকালের ঘর।