কৃষক ফলায় ফসল মাঠে শ্রম সাধনা দ্বারা,
সবার মুখে ফোটায় হাসি অন্ন জোগায় তাঁরা।
সাধক কৃষক রোদে পুড়ে ভিজে বৃষ্টি জলে,
লাঙ্গল হাতে চাষ করাতে সোনার ফসল ফলে।
মাটির ভাষা বুঝে কৃষক মায়ের মত মানে,
বর্ষা সিক্ত জমিই চাষের উপযোগী জানে।
বারোমাসি অভাব ঘরে তবু স্বপ্ন আঁকে,
ফসল ভালো হলে খানিক সুখের পরশ মাখে।
ভোরটা হতেই পান্তা খেয়ে চলে মাঠের পানে ,
কাদামাটি গায়ে মেখে লাঙ্গল চষে গানে।
ঋতুভেদে শাকসব্জী সব ফলায় চাষি দলে,
খাদ্য জোগান পায় যে সবাই তাদের শ্রমের ফলে।
দেশ সমাজের হিতৈষী এই শ্রমের সাধক যারা,
গতর খাটে তবুও ন্যায্য মূল্য পায়না তারা।
সবার মুখে অন্ন জোগায় দুখী নিজের ঘরে ,
মহাজনের ঋণ মেটাতে চোখের জলটা ঝরে।
সাধক ধন্য দেশের মাঝে শ্রেষ্ঠ সাধক চাষি,
উন্নয়ণের জোয়ার দেশে আনছে তারা রাশি।
দেশের হিতে মানব চিতে ভাবনা সবাই রেখো,
শ্রমের ন্যায্য মূল্য কৃষক পায় জেনো তা দেখো।