শিক্ষা জ্বালায় জ্ঞানের বাতি
শিক্ষক দেখান দিশা,
শিক্ষা দানে ঘুচান শিক্ষক
অজ্ঞান অমা নিশা।
জ্ঞানের পরশ পেতে শিষ্য
বসে গুরুর পাশে,
সংস্কার আচার শিক্ষা পেতে
আঁধার ভ্রান্তি নাশে।
সহবত শিক্ষায় শিষ্যের দীক্ষায়
গুরুর মুখে হাসি,
দেশের সম্পদ হবে এঁরাই
সকল কণ্টক নাশি।
শিক্ষক ছাত্রের মাঝেতে রয়
পবিত্র মিলন সেতু,
জ্ঞান অর্জনের সোপান গুরু
নৈতিক শিক্ষার হেতু।
গুরু শিষ্যের দেখা হলো
পথে হঠাৎ করে,
সাইকেল থেকে নেমেই শিষ্য
গুরুর চরণ ধরে।
ঝাপসা চোখে বৃদ্ধ শিক্ষক
তাকান তাহার পানে,
অধ্যক্ষ আজ আমি গুরু
আপনার শিক্ষার দানে।
শিক্ষা পন্থার দিশারী যে
সকল কাজের মূলে,
প্রণাম আমার রাখছি গুরু
শ্রদ্ধা ভক্তির ফুলে।
সুখের ধারায় ভাসেন গুরু
শিষ্যে বুকে টানি,
তোরাই হলি দেশের রতন
শিক্ষা সার্থক মানি।
কত ছাত্রে দিলাম শিক্ষা
নিষ্ঠায় পাঠ দানে,
কুপথ মতি উচ্ছৃঙ্খল যে
সহবত না জানে।
শিক্ষা মানেই জ্ঞানের আলো
তমসাতে মিলে ত্রাণ,
দেশ ও জাতি উন্নত হয়
শিক্ষাগুরুর রাখলে মান