মন যমুনায় উঠছে তুফান
লাগছে যেগো রসের ঢেউ,
মরমীয়া প্রেমের বাঁশি সর্বনাশী
বুঝতে নারে আরতো কেউ।
টুসু পরব আসলি পরে
ধিতাং ধিতাং মধুর বোল্,
লাচবো মোরা কোমর ধইরে
দেখবি কিমুন দিবেক দোল।
পাছাপেড়ে বাঘছাপ শাড়ি
দিলি যিটা মুরে তুই,
ঝুমকো ফুলে খোঁপায় গুইজ্যে
সিটো পইড়্যে সাজবেক মুই।
ডাগর চখুত কাজল দিবেক
ঠোঁটে দিবেক রাঙা রঙ,
ছমক ছল্লু মজনু হামার
দেখবি সিদিন কত ঢঙ।
রূপার নূপুর রিনিক ঝিনিক
বাইজবে বট্যে পায়টো মুর,
মাদল লিয়ে কান্দে ধইরে
তুলবি বটেক গলায় সুর।
সোহাগ করে ধরবি হামায়
জড়ায়ে লিয়ে বুকে তুর,
সুখ পরশটো পেয়ে যিরে
ধইন্য হবেক জীবন মুর।