সত্য সুন্দর দয়াময় যে তোমায় প্রভু জানি,
অজ্ঞানতার তামস ঘুচাও আলোর পরশ দানি।
বিশ্বাসে আর শ্রদ্ধা ভরে যারা তোমায় ডাকে,
পরম সুহৃদ হয়ে তুমি দাও যে সাড়া তাঁকে।
তোমার কৃপায় জনম সবার এই যে ধরা ধামে ,
ক’ দন্ড কে থাকে বলো তোমার মধুর নামে?
তবু কিছু মানুষ রাখে তোমার পায়ে মতি,
পাপী যারা বুঝে নাকো কিযে হবে গতি।
কৃপা সিন্ধু মায়া দয়া দাও মানুষের মনে,
দুখী আর্তে দেখে যেন মানবতার সনে।
ধরার বুকে সৃষ্টি সেরা হলো মানব জাতি,
তবে কেন মনে কালি হিংসা দিবা রাতি?
আপন স্বার্থ ছাড়া তারা বোঝে নাকো কিছু,
পরের ধনটা আত্মসাতে ছুটছে তাদের পিছু।
লোভের ফাঁদে আটকা পড়ে আঁধার পথে চলে,
সত্য ঢেকে মিথ্যে কথায় লোককে লুটে ছলে।
মানুষ করো আমাদেরে ওগো দয়াল প্রভু ,
ভুলেও যেন ভুলের পথে তাইনা কেহ কভু।
ভেদটা ভুলে প্রীতির ভাবে থাকবো মিলে সবে,
মানবিক গুণ রেখো সবার হৃদ মাঝারে তবে।