টাকা বনাম টঙ্কা গীতি
জগৎ জুড়ে চলছে আজ,
মোহে অন্ধ এর চমকে
ধরতে তাকে কত সাজ।
টাকার জন্যে কেউবা খুনী
কেউবা সাজে চোর ডাকাত,
লাঠি বল্লম বন্দুক হাতে
হামলা চালায় গভীর রাত।
দিনদুপুরে হচ্ছে ছিনতাই
রেলে- বাসে ট্যাক্সি তে,
টাকার গন্ধে ছলকপটে
নিচ্ছে লুটে হাসিতে।
এসব ছাড়াও আছে অনেক
শিক্ষিত চোর সমাজে,
চোখে ধূলো দিয়ে লুটে
সরকারী ধন নেই লাজে।
টাকা থাকলে বন্ধু- স্বজন
পাশে তোমার সদাই রয়,
টাকার বলে ভুবনটা বশ
জ্ঞানী মুখের বাণী কয়।