বলতে পারো মানুষ কেন টাকার পিছে ছুটে!
ভালো কাজে থাকে নাকো মন্দে মনটা রাজে
ছলচাতুরি করে শুধু পরের ধনে লুটে।
বিবেক দোরে তালা দিয়ে থাকে অন্যায় কাজে
ন্যায় ও নীতির ধার ধারে না লোভের অঙ্ক কষে
বুক ফুলিয়ে চলে এরা নেইকো মোটে লাজে।
বোঝে নাকো মাথার উপর আছেন যিনি বসে
সকল কাজের হিসেব তিনি রাখেন নিত্য লিখে
মন্দ কাজের মন্দ ফল যে সুকাজে রয় যশে।
বলতে পারো এরা কেন তবুও না শিখে
জ্ঞানীর কথা শুনলে তারা বিদ্রুপেতে হাসে
অসৎ কাজে গড়া ধনে কভু ও না টিকে।
সমাজ বুকে মানুষ তাদের ভালো তো না বাসে
সযতনে এড়ায় তাদের অবহেলা করে
জীবন জুড়ে পায় যে নিন্দা শ্লেষ কটুক্তি রাশে।
হুঁশ জ্ঞানেতে জেগে যদি সত্য পথটা ধরে
সুকাজে মন রাখলে তবে লোকে ভালো বলে
ন্যায়ের পথে চললে পরে স্বস্তি থাকবে ভরে।