সব খেলাতেই আব্বুলিশ দিয়ে
আবারো ফিরিতে পারি,
শৈশব স্মৃতির মধুর গীতিকা
কভু যে ভুলিতে নারি।
জয় পরাজয় সব খেলাতেই
ভাগ্য কড়া নাড়ে সেথা,
বিধি হলে বাম ব্যর্থ মনোস্কাম
হৃদয় জুড়িয়া ব্যথা।
বন্ধুর বিপদে বন্ধু থাকে পাশে
আগলায় বিঘ্ন থেকে,
আব্বুলিশে তাই জুড়ি মেলা চাই
প্রীতির পরশ মেখে।
সংসার মাঝে মান – অভিমান
চলে স্বামী- স্ত্রীর মাঝে ,
এরই মাঝে ঢলে প্রেম সোহাগেতে
সুখের ছবিটা সাজে।
পড়ন্ত বেলায় স্মৃতির ভেলায়
নানান ছবিরা ভাসে,
আব্বুলিশ মনে কৌতুকের সনে
খিল খিলিয়ে যে হাসে।
দিন যত কাটে মন পিছু হাঁটে
নানা খেলা মনে করে,
জীবনের শেষে যেতে চাই হেসে
স্মৃতিময় পথ ধরে।