পোড়ো বাড়ি গাঙের পাড়ে
ভূত বেঁধেছে সেথায় ডেরা,
ভয়ে লোকে যায়না ধারে
চারপাশ ঘন জঙ্গল ঘেরা।
বিষধর সব সাপের বাসা
থাকে পেঁচা বাদুর শত,
গা’ হিম হাসি রাত বারোটায়
আতঙ্কে রয় মানুষ যত।
শ্যাওড়া তেঁতুল আমড়া গাছে
ভূত – প্রেতেরা দে দোল দোলে
শাকচুন্নির গান ছড়ায় দূরে
শিশুর কাঁপন মায়ের কোলে।
চোখগুলো সব আগুন ভাটা
গপ্পো শুনে ভয়েই কাঁটা,
ওদিক পানে যাবে এমন
নেইকো কারো বুকের পাটা।
মানুষ দেখলে ঘাড়টি মটকে
কড়মড়িয়ে মুন্ডু চুষে,
ওঝা গুণিন গেলে ওধার
কিড়বিড়িয়ে রাগে ফুঁসে।