চাঁদনী রাত্রি নাচের মহল
মেহফিল জোর তালে,
গহরজানের নাচের মুদ্রা
খুশির ঝলক গালে।
নারী মনোলোভা ভঙ্গিমা শোভা
চাঁপার বরণ রূপে,
মদিরা নেশায় ঢুলু ঢুলু আঁখি
আড়ে আড়ে চাখে চুপে।
রিনিঝিনি বাজে নূপুরেতে সাজে
ঘুঙুরেতে বোল উঠে,
গজলের গানে মধু তানে তানে
বাহবা তালিতে জুটে।
বাদশা নবাব দিওয়ানা সব
গহরজানের সুরে,
রূপের চমকে রক্ত ঝলকে
প্রেমের আগুনে পুড়ে।
চকিত চপলা জানে কত কলা
আশিয়ানা দেখে হাসে,
বিনুনির খাঁজে যুথি বেলী সাজে
অধরে হাসিটি রাশে।
সুরা আর সাকি মজে থাকে আঁখি
রূপের মাধুরী রসে,
মাতাল হৃদয় ডুবে শুধু রয়
থাকে নাকো নিজ বশে ।