টাপুর টুপুর বৃষ্টি তানে
টিনের চালে সাড়া
আকাশেতে বিজলী চমক
মনে ছন্দের তাড়া।
খেয়াঘাটের মাঝির মুখে
ভাটিয়ালি গানে,
গাছের গালে ভিজছে পাখি
রিমিঝিমি তানে।
কালো মেঘে বিদ্যুত খেলে
ভ্রুকুটি যে হানে,
সেজেগুজে নামতে ধরায়
মেঘের তিয়াস প্রাণে।
মুক্তোধারা ঝরছে অঝোর
হীরের কুচি হয়ে,
চাতক মনটা দেয় জুড়িয়ে
শব্দ সম্ভার লয়ে।
বৃষ্টি দিনের কাব্য কথা
লিখছি সৃজন সুখে,
পাঠক মনটা করলে স্নাত
ফুটবে হাসি মুখে।