মেঘ পিওনের বার্তা আসে
বাদল ধারার খামে,
আসছে সুজন প্রেমিক আষাঢ়
মনে ফাগুন নামে।
আষাঢ় এলেই মন আনচান
সোহাগ সিনান পরে,
টাপুর টুপুর বৃষ্টি ধারা
ঝরে অঙ্গ ভরে।
মধুর আষাঢ় যেমনি আসে
ময়ূর পেখম মেলে,
মেঘ বালিকা চপল হেসে
ছুটে ছুটে খেলে।
বৃষ্টি ভেজা কদম কেয়া
দুলছে ডানে বাঁয়ে ,
কলসী কাঁখে রাইকিশোরী
চলছে নূপুর পায়ে।
মন যমুনায় উতল ঢেউ যে
প্রেমের অমোঘ টানে,
আষাঢ় জাগায় ছন্দে ছন্দে
মধুর ছোঁয়া প্রাণে।