ওমা! তোমার মুখটা মলিন
দুচোখ ভরা জলে,
কিসের ব্যথা তোমার মনে
দাওনা মোদের বলে।
তোমার মুখে দেখলে হাসি
বড্ড লাগে ভালো,
বিষাদ ছায়া দেখি তখন
ভুবন দেখি কালো।
বলছো নাযে কোন কথাই
তাকাওনা মুখ পানে,
বক্ষ ফেটে যায়গো মোদের
মনে শেলটা হানে।
পড়ায় ফাঁকি দিয়ে আমরা
থাকি খেলা নিয়ে,
ঘাট হয়েছে আর করবোনা
পড়বো মনটা দিয়ে।
অনেক স্বপ্ন তোমার মনে
ছেলে মেয়ে নিয়ে,
পূর্ণ করবো আশা তোমার
ভরবে সুখে হিয়ে।
নীতি কথা জ্ঞানী গুণীর
শুনে তোমার মুখে,
আলোয় ভরে মনটা মাগো
ভালো লাগার সুখে।
তোমার মায়া আঁচল ছায়া
কিযে সুধা মাখে,
তোমার মুখের হাসি মোদের
প্রাণটা জুড়ে রাখে।
দুঃখ কভু দেবনা তোমায়
কথা দিলাম ছুঁয়ে,
তোমার স্বপ্ন করবো সফল
শপথ মাথা নুয়ে।