আষাঢ় এলো দিগ্বিদিকে কাদম্বিনী ছায়,
ঝমঝমিয়ে বৃষ্টি নামে ব্যাঙেরা গান গায়।
নববধূর নাকে নোলক খুশিতে খায় দোল
বাসর ঘরে বলছে বরে বধূ ঘোমটা তোল।
বৃষ্টি সুখে স্বপ্নে ভরে চাষিভায়ের মন,
সিক্ত মাঠে সোনা ফসল পাবে সুখের ধন।
জলকে চলে পল্লীবালা আলতা রাঙা পায়,
নদীর মাঝে মাঝি মাল্লা আড়চোখেতে চায়।
বৃষ্টিধারা স্নাত হয়ে কদম ছাড়ে বাস,
চাতক ভিজে গাছের শাখে পুরে মনের আশ।
অঝোর ধারা পাগল পারা ছেলেমেয়ের দল,
সিনান করে জল ছিটিয়ে মুখে খুশির ঢল।