নবদ্বীপ রাজ কৃষ্ণ চন্দ্র
চিন্তা ব্যাকুল মনে,
সভা ঘিরে সভাসদ সব
রয় আশংকা সনে।
মহারানী ইলিশ খাবেন
বায়না ছিল ভারী,
রাজা সেটা ভুলে যেতে
দিলেন রানী আড়ি।
এমন সময় মুস্কিল আসান
গোপাল ভাঁড় আসে,
রঙিন ধুতি হলুদ জামায়
দাঁতটি মেলে হাসে।
হাতে ধরা ইলিশ দেখেই
বেজায় খুশি রাজা,
মানটা ভেঙে রাঁধবে রানী
ভাঁপা, ইলিশ ভাজা।
গলায় মধু ঢেলে রাজা
খুলতে বলে দোর,
ইলিশ এনেছে শুনেই রানীর
ভাঙে মানের ঘোর।
ইলিশ দেখে রানীর মুখে
মধুর হাসি ঝরে,
তাইতে রাজা মুক্তোমালা
গোপালকে দেয় ধরে।