বিপন্নতায় ভুগছে মানুষ চারদিকে তে দেখি,
বোধের দোরে ঝুলছে তালা অবাক কান্ড সেকি!
হানাহানি রাহাজানি চলছে দেশের বুকে,
স্বস্তি সুখের রেশটুকু নাই ভুগছে মানুষ দুখে।
ন্যায়ের চিহ্ন নেই কোথাও আজব বিচার বিধি,
ধর্মের পালক সত্যের বাহক অন্ধ ন্যায়ের নিধি।
চকচকে নোট বিবেক লুটে নির্দোষী পায় সাজা,
দোষী বসে ঠান্ডাঘরে বিলাসীতায় রাজা।
ন্যায়ের দেবীর চোখে ঠুলি কালো কাপড় বাঁধা,
অন্তরালে অশ্রু ঝরে চোখে লাগে ধাঁধা।
সত্য হলো আলোক রশ্মি যায়না কভু চাপা,
অন্যায় তরে নিক্তি ধরে শাস্তি আছে মাপা।
সকল কাজের নিখুঁত হিসেব রাখেন বসে যিনি,
ন্যায়ের দন্ডে কড়ায়গন্ডায় শোধটা নেবেন তিনি।
অন্যায় পড়বে মুখটা থুবড়ে শাস্তির খাড়া ঘাড়ে,
কর্মফলের যোগ্য ফলটা পাবে হাড়ে হাড়ে।
মিথ্যে কভু হয়না জয়ী পরবে নাকে দড়ি,
মনুষ্যত্বে জাগলে তবে মানুষ বলে ধরি।
অন্যায় দেখলে প্রতিবাদে মুখর হলে সবে,
সত্যের জয়ে আসবে শান্তি আশিস দেবেন রবে।