নিকষ কালো আঁধার রাতে
শঙ্কা ভরে চলি,
জীবন পথে একলা থাকার
দুঃখ কাকে বলি?
ঝঞ্ঝা বায়ে হোঁচট খেলে
নিভবে জীবন বাতি,
আশার শ্বাসে থাকি চেয়ে
যদি মিলে সাথী।
কালো মেঘে আকাশ ঢাকে
ভাগ্যে দুঃখ লেখা,
চাঁদের আলো সুর্য রশ্মির
পাবো কি আর দেখা?
এক চিলতে ওই আলো পেতে
করছি কষ্ট নিত্য,
সুখ পাখিটা দেয়না ধরা
দুখে ভরে চিত্ত।
মনের ব্যথা কইব কারে
চোখের জলটা ঝরে,
দয়াময়ে তাইতো ডাকি
রেখো হাতটি ধরে।