কোরবানি দাও মনের পশু
ছেড়ে হিংসা দ্বেষ,
শান্তি তাতে মিলবে জেনো
থাকবে খুশির রেশ।
ঈদের পরব এলেই লোকে
কিনে ছাগল ,উট,
হাট- বাজারে দরকষাতে
চলে টাকার লুট।
নিজের মনে বিবেকবোধে
ভেবে দেখো তাই,
প্রভুর সৃষ্ট জীবের বিনাশ
তবে কেন ভাই?
ঈদের সময় এলেই নাচে
আনন্দে তে প্রাণ,
গরিব যারা পায় না খেতে
দাও না কিছু দান।
ভবের মানুষ শোন্ রে সবে
বিচার করে চল্ ,
মনের পশুর কোরবানি দে
নামবে সুখের ঢল।