ফুল বলো আর মানুষ বলো
স্থায়ী নহে ভবে,
জীবন জোয়ার ক্ষণকালের
যেতে সবার হবে।
কুঁড়ি থেকে পাঁপড়ি মেলে
ফুল সুবাসে ভরে,
সাঁঝ ঘনালে মলিন হয়ে
ভুয়ে ঝরে পরে।
রূপের জোয়ার থাকলে পরে
অলি আসে ধেয়ে,
মধু খেয়ে পালায় ছুটে
দেখে নাকো চেয়ে।
রূপের বাহার স্বল্পকালের
কালের বাঁকে ঝরে,
গুণের কদর সর্বকালে
থাকে হৃদয় ঘরে।
সত্যিকারের মানুষ যারা
জাগো হুঁশে জ্ঞানে,
গুণে মানে সেরা হতে
নামটি রাখো প্রাণে।