জীবন মানে ভালোবাসা
জীবন মানে স্বপ্ন খাসা
চিত্তে খুশি ছায়,
আশায় আঁকে রঙিন ফানুস
বিশ্বজুড়ে সকল মানুষ
স্বপ্ন পিছে ধায়।
চড়লে সবে সত্যের রথে
ধর্ম মেনে কর্ম পথে
সুখ শান্তিতে রয়,
মন্দ পথে মন্দ কাজে
চলতে পথে দুঃখ রাজে
জ্ঞানীজনে কয়।
ভালো কর্মে থাকে যারা
ভবে সুযশ লভে তাঁরা
মনটা করে জয়,
কুকর্মের ভোগ দুঃখ কষ্ট
শাস্ত্র মাঝে আছে স্পষ্ট
মিছে কথা নয়।
প্রীতি ভাবটা রেখে মনে
চলবে যারা সবার সনে
হৃদে পাবে সুখ,
মিলে মিশে থাকার মাঝে
শান্তি ধারা সদাই রাজে
দূরে থাকে দুখ।