সুইটি বৌদির অবাক কান্ড
চাটনীতে দিল ঘি,
‘ খেলনা বাড়ি’ সিরিয়েলটা
টানছে তাঁকে কি?
সুইটি বৌদি খেয়ালী খুব
আজব কান্ডের তালে,
নিরামিষে ফোড়ন দিতে
চায়ের পাতা ঢালে।
অবাক হবে শুনলে সবাই
ওই রান্নাটা খেয়ে,
নিমেষে ফেলতে শুন্য থালা
আরো নিলো চেয়ে।
মাথায় ঘষতে নারকেল তেলে
রাখলো রান্নাঘরে গিয়ে ,
মাছ- সব্জীটা রাঁধে বৌদি
নারকেল তেলটা দিয়ে।
গরম মশলা দিলো তাতে
একটু নারকেল গুড়ো,
পেটপুরে খায় সকলে তায়
বলে,সাবাস গুরু।
জলখাবারের সুজি করতে যে
কড়াতে ঘি দিলো,
সুজির কৌটো তুলতে বৌদি
চালটা তাতে নিলো।
মুখে দিতেই চোখটা কুঁচকে
সবাই বলে- ছিঃ!
সুইটি বলে কি হয়েছে
দিলাম চিনি- ঘি।
রাতের বেলা মুখটা ধুয়ে
মাখতে গেলো ক্রীম,
সেভিং লোশন লাগায় মুখে
দাদা রেগে ভীম।