পুকুর পাড়ে তেঁতুল গাছে
ঝুলছে তেঁতুল ফল,
গাছের ডালে সারে সারে
শাখামৃগের দল।
শীতল ছায়া জুড়ায় কায়া
বসতে মানুষ যায়,
কাক বকেদের পটির গন্ধে
টেকাই সেথা দায়।
বানর বসে তেঁতুল রসে
জিভে স্বাদটা পায়,
পাখির দলে হাত বাড়ালে
মুখটা ভেংচে ধায়।
দুষ্টু ছেলে কলা ফেলে
বানর খুশি হয়,
তেঁতুল ছুঁড়ে মাটির পরে
কলা তুলে লয়।
তেঁতুল আচার স্বাদের বাহার
ঠাম্মা দিলে হাত,
মায়ের খাটনী তেঁতুল চাটনী
পান্তা মাখা ভাত।