গিন্নির শখটা ভারী ঘুরতে যাবার
ঘ্যানঘ্যানানি কানের কাছে ,
যেতে পারি কালকা মেলে মেয়ের বাড়ি
দুজনেরই টিকিট আছে।
খোশমেজাজে রাজী হতেই গিন্নি খুশি
গোছগাছটা এবার শুরু,
তারই ফাঁকে মুখরোচক এটা সেটা !
জবাবটা দেয়,পতি গুরু।
দূরাভাষে মেয়ের গলা খুশির সুরে
সয়না দেরী আসছো কবে?
স্টেশনেতে নামবে তোমরা ধীরে সুস্থে
ভেবো না জামাই কাছে রবে।
লটরপটর বাক্সপ্যাটরা নয় কম
সন্দেশ নাড়ু মুড়কি মোয়া,
ভালোবাসে মেয়ে জামাই নাতি নাতনী
সতর্ক চোখ না যায় খোয়া।
ক্রীং ক্রীং ক্রীং ফোনটা তখন উঠলো বাজি
মেয়ের গলা শুনতে পাই,
কিগো,তোমরা পেলে খুঁজে মেয়ে জামাই !
খুশির আমার সীমা নাই।
ছায়া ভরা গাছপালা দেখি চেয়ে চেয়ে,
খোলা হাওয়া আবেশ মাখে,
গিন্নির মুখে অরূপ আলো দেখি সুখে
ভালো লাগার পরশ রাখে।