শৈশব স্মৃতির অমোঘ টানে
উতল হলো মন,
কুশিয়ারা নদীর তীর আর
ভুবি জামের বন ।
মাঠের পরে আলপথ ধরে
ছুটে চলার ক্ষণ,
সবুজ ঘাসে ফড়িং ধরার
চপল শিশু মন।
খেলার সাথী সুজন বিশু
ছিলো আপন জন,
সাঁতার কাটা হুল্লোড়েতে
মাতাল আমের বন।
বরষা দিনে উঠোন জলে
জল ছিটানোর নাচ,
পড়তে মনে ভিজে যে আজ
ঝাপসা চোখের কাচ।
বাঁশের ঘরে ভাইবোনে তে
সরব পাঠে সব,
পড়াশেখা চলতো তখন
মুখে নামতা রব।
মায়ের হাতে চিতই পিঠে
দুধপুলিটার স্বাদ,
মনে পড়লে অশ্রু ভাসে
মানে নাকো বাধ।
চৈত্র মাসে গাজন মেলা
চড়ক পূজার দিন,
বুকের মাঝে স্মৃতির ভাঁজে
বাজে সুখের বীণ।
বুকের ভেতর শৈশবটা যে
কেঁদে আকুল ভাই,
ইচ্ছে করে এক্ষুনি সব
ফেলে ছুটে যাই।