মাঘের শেষে চরম ঠান্ডায়
হাড় হিম হয়ে যায়,
ওমটা পেতে সবাই তখন
কম্বল চাপায় গা’য়।
নেইকো যাদের গরম কাপড়
পথে করে বাস ,
ছেঁড়া কানি জড়ায় গায়ে
দুঃখ কষ্ট রাশ।
কেউবা জ্বালায় খড়কুটোতে
নিতে আগুন তাপ,
নেইকো আশ্রয় নেইকো খাদ্য
কারো নেই মা বাপ।
শীতের বেলা বেড়ায় ঘুরে
খাবার যদি পায়,
সাঁঝ ঘনালে শীত ভীতিতে
বুকে শঙ্কা ছায়।
শীতটা এলে নরম লেপে
ধনীর সুখে ঘুম,
দুখী জনে খড় পুড়িয়ে
খুঁজে খানিক ওম।
চটের বস্তা ছেঁড়া জামা
শীতে দুখীর গায়,
ভিক্ষে যদি না মিলে তো
ভুখাই থাকে হায়!
মাঘ পেরোলে স্বস্তি আসে
এলে ফাগুন মাস,
টিকে থাকার লড়াই মাঝে
বেঁচে থাকার আশ।