ঘুমালে তোমাকে দেবো মাঝে মাঝে
হঠাৎ করে দেখা,
দিও না দরজা রেখো না বাইরে
আমাকে ফেলে একা।
অমিয় প্রেমেতে মাধুরী মিশায়ে
সোহাগে ভরে দেবো,
ভালোবেসে তুমি এঁকে দেবে ভালে
স্বাদ টুকু যে নেবো।
বলি তারে ডাকি তুমি মন পাখি
জীবন সাথী তুমি,
নিঠুর দরদী ভুলে যাও যদি
শূণ্য হৃদি ভূমি।
আমি চাই শুধু হবো তব বধূ
অপেক্ষাতে থাকি,
যেও নাকো ভুলে দিও প্রেম ফুলে
প্রণয় ছোঁয়া মাখি।
মনে যদি পড়ে এসো ফিরে ঘরে
দুয়ার আছে খোলা,
তুমি যে আমার মনের দোসর
যাবে না কভু ভোলা।
জনমে জনমে তোমাকেই চাই
জীবন সখা রূপে,
মুগ্ধতা চোখে দেখি অপলকে
স্বপ্ন মাঝে চুপে।