জীবন সুখে বাঁচতে হলে পণ’টা করো সবে,
ধূমপানে মন নয়কো কভু তবেই সুস্থ রবে।
নেশায় ডাকে নানা রোগে পাবে কত কষ্ট,
ভুগবে তোমার পরিজনে তোমার জন্যে স্পষ্ট।
মানব জীবন অমূল্য ভাই অনেক পূণ্যে মেলে,
নেশার ঝোঁকে অন্ধকারে দিচ্ছো তাকে ঠেলে।
নিছক শখের তরে কেন হেলাফেলা করে
ঘর পরিবার রাখছো শঙ্কা অশান্তিতে ভরে।
ফুসফুসটা ঝাঁঝরা হলে বুকে বাড়বে ক্ষত,
অনাচারে অর্থনাশে ভুগবে তুমি যত।
নিকোটিন যে মারণ দায়ক রেখো সবাই জেনে,
স্বাস্থ্যবিধির নিয়ম নীতি চলো তবে মেনে।
সর্বনাশের আঁধার পথে একবারটি কেউ গেলে ,
অশান্তির যে দাবানলে শান্তি নাহি মেলে।
সমাজ বুকে লোকজনেরা দেখে হেয় চোখে
অপমান আর বিদ্রুপ জ্বালায় সইবে কত লোকে!
মান সম্মানের জীবন নিয়ে বেঁচে থাকতে হলে
নেশার পথটি দাওনা ছেড়ে আপন মনের বলে।
পণ’টা করো নেশা আর নয় শপথ রাখো মনে
নেশামুক্ত করতে সবায় চেষ্টা রাখার সনে।