তাপের শেষে মধুর রেশে
বৃষ্টি এলে মন হাসে,
গাছের শাখে বৃষ্টি মাখে
পাখপাখালি সব রাশে।
গুড়ুম গুড়ুম মেঘের ডাকে
চাতক চোখে সুখের আশ,
ফিঙে চড়ুই ময়না শালিক
বৃষ্টি সোহাগ মাখছে রাশ।
নদীর বুকে মাঝিরা সব
ভাটির টানে দাঁড়টা বায়,
বৃষ্টি ছাটে সুখটা মেখে
ভাটিয়ালি গানটা গায়।
বৃষ্টি সুখের মজা নিতে
উতল কচিকাঁচার প্রাণ,
খালে বিলে ভেকের দলে
সরগমেতে তুলছে তান।
পেখম তুলে মেঘের ডাকে
ময়ূরদলে নাচছে খুব
টাপুর টুপুর বৃষ্টি ছন্দে
পানকৌড়ি টা দিচ্ছে ডুব।
রিনিঝিনি বৃষ্টি মেয়ের
নূপুর ধ্বনি খুব মধুর,
কাব্যগুণে বৃষ্টি কথা
কবির কাব্যে ছড়ায় দূর।