বিদ্যাচর্চায় জ্ঞানটা বাড়ে
সঠিক দিশায় মনটা রয়,
পরচর্চায় অজ্ঞানতায়
নিজের কেবল ক্ষতি হয়।
বিদ্যাচর্চায় সুযশ লাভে
জীবন সুখে দিনটা যায়,
সমাজ বুকে লোকের হিতে
ভালো কাজে থাকবে তায়।
বিদ্যার মত আর কোন ধন
জগৎ মাঝে তূল্য নয়,
ধন দৌলত সব হয় যে চুরি
বিদ্যার জন্য নেইকো ভয়।
মনের যত আঁধার কালো
বিদ্যাচর্চায় করে দূর,
শিক্ষাজ্যোতির আলোক ধারা
সকল মন্দে করে চুর।
বিদ্যাচর্চা যত বেশি
করবে তুমি সবায় দান,
অন্তর হবে বিকশিত
লোকের কাছে পাবে মান।