সহসা কেন এখানে তাকে
ডেকেছো মিছি মিছি,
দেখলে পরে ক্রোধে ভরে
করবে সবে ছিঃ ছিঃ।
সেদিন রাতে খুব সাহসে
ঢুকে মোদের বাড়ি,
ডাকলো মোরে নামটি ধরে
লজ্জা সেকি কাড়ি!
ভীষন রেগে তীব্র বেগে
বাবা গেলেন ধেয়ে,
ভয়ের চোটে জুতো ফেলেই
ভাগে পাঁচিল বেয়ে।
কলেজ যেতে পথ আটকে
প্রেমের কথা বলে,
মুচকি হেসে চিঠিটা ফেলে
যেতো তখন চলে।
বয়েস কুড়ি মনে তুবড়ি
ভালোবাসার রঙে,
ফাগের ছোঁয়া কদম কোয়া
মনটা দুলে ঢঙে।
প্রেম সায়রে এমনি করে
ভাসছি দোঁহে যবে ,
কেন গো মাসি হঠাৎ আসি
ডাকলে তারে তবে?
আমায় তুমি চুপ করিয়ে
বাড়ি সবার সাথে,
ফিসফিসিয়ে বললে কিযে
হাসলো সবে তাতে।
বর্ণচোরা বরের বেশে
এলো মোদের বাড়ি,
সালঙ্কারা বধূর সাজে
চলি শ্বশুর বাড়ি।