পক্ষী নিধন বন্ধ করো
বাঁচাও সবে পাখি,
জ্ঞানে হুঁশে জাগো মানুষ
খোলো বোধের আঁখি।
অবুঝ পাখি বেড়ায় খুঁজে
ছানার জন্যে দানা,
কপাল মন্দ শিকারী চোখ
দেয় যে হঠাৎ হানা।
ছলটি করে জালে ধরে
শিকারীদল ফাঁদে,
লোভের বশে বিবেক খসে
আপন স্বার্থ সাধে।
দিশাহারা মাকে ছাড়া
পক্ষী শাবক দলে,
ক্ষুৎ পিপাসায় দমটা ফুরায়
মরণ কোলে ঢলে।
দুষ্টু মানুষ জনের দ্বারা
হচ্ছে পাখি লুপ্ত,
মানবজাতির কলঙ্ক সব
মনুষ্যত্ব সুপ্ত।
প্রকৃতি যে হচ্ছে বিরূপ
আসছে বিপদ তেড়ে,
বাঁচতে হলে বাঁচাও পাখি
পক্ষী নিধন ছেড়ে।