অপচয়ে ধন নাশে যেই জন
ভাবে নাকো আগে পিছে,
ধন শেষ হলে দুখে পড়ে ঢলে
সব কিছু লাগে মিছে।
অভাব তখন গ্রাসিবে যখন
অপচয় দোষে পড়ে,
আপন স্বজন যাবে গো তখন
দূরে অবহেলা ভরে।
বিলাস বৈভবে মেতে সুখে সবে
দিবসে জ্বালালে বাতি,
আপনার দোষে ভাগ্যের রোষে
নামবে দুখের রাতি!
সুখের সময়ে সাথী থাকে শ’য়ে
দুখে তে কেহ না থাকে,
অপচয় রোধে যারা জাগে বোধে
মনেতে শান্তি মাখে।
মিতব্যয়ী হয়ে টাকাকড়ি ক্ষয়ে
বুঝে যারা ব্যয় করে,
সুখের পরশে মনের হরষে
কাটায় জীবন ভরে।