হয়তো মেঘে বৃষ্টিতে বা
শিউলি গাছের তলে,
পথ চেয়ে রয় গাঁয়ের বধূ
ভেসে চোখের জলে।
শিউলি সুবাস কানে কানে
বলছে যেন তারে,
গোধূলির ওই রাঙা আলোয়
আসবে প্রিয় দ্বারে।
জুঁই মালতী হাসনাহেনা
গন্ধ তারে দানে,
প্রেমের আভা ছড়ায় মুখে
খুশি জাগায় প্রাণে।
ব্যাকুল তিয়াস বুকে রাশ রাশ
উন্মুখ পদ্ম আঁখি,
শিউলি গাছে দেখছে চেয়ে
চপল ফিঙে পাখি।
ময়না টিয়া ভাবছে বসে
বৃষ্টি দিলে হানা,
পাতার নীড়ে ভিজবে যেগো
তাদের ছোট্ট ছানা।
ঝিরিঝিরি নামলে বৃষ্টি
শীতল করে প্রাণে,
হুল্লোড়েতে ছেলের দলে
মাতে বরষার গানে।
দাদুরী দল খালে বিলে
গেঙর গেঙর স্বরে,
জেলেরা সব টোপা জালে
চ্যাঙ খলসে ধরে।