সাম্যের কবি প্রেমের পূজারী
মুক্ত হৃদয় কবি,
বিশ্বজনার হৃদয় মাঝারে
আঁকা নজরুল ছবি।
অন্যায় দেখে প্রতিবাদে মসি
গরজে বিষম রবে,
শিকল ভাঙার গেয়েছো যে গান
চেতন জাগাতে সবে।
বিদ্রোহী সুর অগ্নিবীণার
শাসকেরা কাঁপে ত্রাসে,
কারাগার মাঝে পাঠায় তোমারে
তবুও লিখেছো রাশে।
অমিয় মধুর সুললিত সুরে
হৃদয়ে দিয়েছো দোলা,
কাব্য ছন্দে মাতালে সবারে
তোমাকে যাবে না ভোলা।
বিভেদ দ্বেষে প্রীতির রেশে
রাখতে চাইতে সদা দূরে,
স্বীয় গুণে রয়েছো যে
সবার হৃদয় জুড়ে।