শীর্ণ শান্ত সাধুতব পুত্রদের ধরে
দাও সবে গৃহছাড়া লক্ষ্মীছাড়া করে।
এগিয়ে চলুক সবে নিজ লক্ষ্য পথে ,
দায়িত্ব পালনে ধেয়ে জীবনের রথে।
শ্রম কাজে যুক্ত হলে ভিত্তি শক্ত হবে,
কর্মদ্যোগী মানুষেরা মূল্য পায় ভবে।
অলস মনের যারা পরাশ্রয়ী থাকে,
মান নাহি পায় তারা নিন্দা মন্দ মাখে।
কুঁড়েমিটা ছেড়ে গেলে বাহিরে তে তারা,
অচেনা অজানা চিনে পাবে জ্ঞান সারা।
অজ্ঞানতা ঘুচে পেলে আলোকের ছায়া,
সফলতা ভরে রবে ধরা মাঝে কায়া।
সযত্ন প্রয়াসে যদি লেগে থাকে কাজে,
সুখ শান্তি সকলের হৃদি মাঝে রাজে।
বাঁধা বিঘ্ন এলে সবে হাতে হাত ধরে,
বিপদ আপদে ঠেলে থাকে খুশি ভরে।
কর্মহীন লোকে সদা কাজ দেখে ভাগে,
বিনা শ্রমে খেতে মনে সাধটা যে জাগে।
আদরে বাঁদর যারা থাকে ছন্ন মতি,
অশেষ দুখেতে ভোগে লভে মন্দ গতি।
কুঁড়েমিটা ছেড়ে যারা কর্মে মন দিয়ে,
জীবনের লক্ষ্য পথে সদা রাখে হিয়ে।
সুখের পরশ নিয়ে থাকে হাসি মুখে,
জীবনের লক্ষ্য স্থির থাকা চাই বুকে।