নিদাঘ দহন পুড়ছে যে মন
অবহেলার কষাঘাতে,
মূঢ় সন্তান হানে কৃপাণ
বিদীর্ণ মন যাতনাতে।
ওরা অবুঝ অর্বাচীন যে
স্বার্থের লাগি করে আঘাত,
ফলে,ফুলে দেই যে ভরে
তবেই জুটে পেটেতে ভাত।
একটিবার কি ভাবে কখন
মারলে আমায় ওদের ক্ষতি,
চারপাশে তে বাড়বে দূষণ
হবেই তখন চরম গতি।
জন্ম দিলেন যেজন সবায়
তিনি যেমন তোমার মাতা,
ফলে ফুলে পুষ্টি দানে
আমিও যে বৃক্ষ মাতা।
ওরে অবোধ সন্তান শোনো
বন্ধ করো গাছের নিধন,
অক্সিজেনটা না পেলেই যে
ধ্বংস হবে মানব জীবন।
আকাশ কেমন বিষন্ন তায়
পরিবেশের কথা ভেবে,
বাতাস যদি দূষিত হয়
শ্বাসটা তবে কেমনে নেবে?
সময় থাকতে সাবধান হলে
মানব জীবন বেঁচে যাবে,
বৃক্ষ মাতার আর্তি শোনো
সুন্দর ধরা ফিরে পাবে।