বিপদে যখন পড়ি মশাই ,
ভক্তি আসে ভগবানে ।
সুখের সময়, সময় না পাই ,
আত্মা নাহি টানে ।
পুষ্প – মালা ; বরণ ডালা ;
দুঃখের সময় সাজিয়ে থালা,
দিনরাত্রি ডাকি ।
এলো যখন সুখের পালা ,
দূরে দূরে থাকি ।
আবার যখন দুঃখ আসে ,
মন ভেঙ্গে যায় সর্বনাশে ,
ডাকি ভক্তি ভরে ।
ন্যাকা কান্নায় হৃদয় ভাসে ,
কাঁদি অঝরে ।
বারবার সেই একই ভুল ।
চক্রাকারে তারই মাশুল ।