সমাজ সভ্যতা দিনকে দিন সাজছে নগ্ন রূপে,
শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি সবেতেই ধরছে ঘুণ চুপে।
দিকে দিকে স্বার্থ লালসা, লাঞ্ছিত পিতা মাতা,
স্বার্থান্বেষী হচ্ছে সমাজ শুধুই বিপন্নতা।
কষ্ট করে পিতা-মাতা শিশুকে তুলে গ’ড়ে,
লেখাপড়া শেখায় তাঁরা সন্তান যত্ন ভরে।
কতই ত্যাগ যে স্বীকার করে সন্তানের তরে,
তবু সন্তান বড় হয়ে তাদের উপেক্ষা করে।
অনাচার অবিচার সমাজের গতি,
উশৃঙ্খল নৈরাজ্যতা বিদ্বেষভাব অতি।
ন্যায় নীতি মানবিকতা লেশ মাত্র নেই,
পরিবার সমাজ মাঝে চিত্র একই সেই।
প্রতি ক্ষেত্রে অবক্ষয় শোষণ সমাজে,
আর্থসামাজিক অবস্থা বেজায় ধুঁকে রাজে।
লক্ষাধিক বৃদ্ধ-বৃদ্ধা পায়না বার্ধক্য ভাতা,
দীন হীন যাপন তাঁদের সঙ্গে একাকিত্বতা।
অবহেলা প্রতিক্ষণ অসহায় থাকে,
কত সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসে মা’কে।
মানবিক হবে কবে সমাজ সংস্কৃতি,
পরিবার সমাজ মাঝে জাগবে বিবেক প্রীতি।