পঁচিশে ডিসেম্বর বেথলেহেমে
জন্ম নেয় বিস্ময় শিশু,
প্রেম প্রীতি ও সাম্যবাদের
পবিত্র চেতনার যিশু।
ভালোবাসার আলো আশার
মৌলিক মহৎ প্রাণ,
বিশ্ব মাঝে সাম্যের বাণী
ছড়িয়ে হন মহান।
তাঁর জন্মদিনটি উদযাপিত
হয় উৎসব বড়দিন,
ছোট বড় মিলেমিশে সব
আনন্দে মাতে সারাদিন।
কারও কাছে বড়দিন হয়
বিলাসী ধরণে,
গেলাসে ঝংকার তুলে কেউ
ব্যস্ত দিনটি পালনে।
বড়দিন মানা হোকনা এবার
খ্রীষ্টের নীতিতে,
দীন দরিদ্র হাভাতের
সেবা দান রীতিতে।
বড়দিন মানা নয়
আলোকের ঝলকে,
বড়দিন হোক মানা
ঐক্যবদ্ধ পুলকে।
দেখো এসে দয়ালু
নিকোলাস সান্তা,
গরিবেরা প্রতিদিন
খায় বাসি পান্তা।
চায়না যে ওরা সবে
চকোলেট ভরা হাত,
ওরা শুধু খেতে চায়
দু’ মুঠো গরম ভাত।
বড়দিন উদযাপন হোক
মানবিক বিচারে,
ছোট বড় ভেদ বিহীন
প্রীতি প্রেম আচারে।