কখন আসবে তুমি ?
তাকিয়ে আছি পথপানে,
বসন্ত আজ মনের কোণে
মূর্ত যে গো পলাশ বানে।
তোমার আমার এই জীবনে
আসুক বসন্ত বা কালবৈশাখী,
রঙের রাগে রাঙানো হৃদয়
পূর্বরাগে ভরা আঁখি।
একফালি রোদ দেয় আভাস
হবে আজ তোমার অভিসার,
খরস্রোতা নদীর মত উছল চঞ্চল
মন হয়েছে সোহাগী আধার।
অপেক্ষায় তাই চেয়ে খুলে দোর
দেখি যেন আসছে দূরে কেউ,
সীমাহীন আনন্দে গায়ে শিহরণ
অন্তরে উথালি পাথালি ঢেউ।
কত স্বপ্ন,আশা হৃদি নীড়ে
পুলকে প্রকাশিত প্রীতি গানে,
বেহাগি রাগে বীণ বাজে সুরে
অনিমিখে চেয়ে তাই পথপানে।
মান অভিমান ভুলে আশায়
সোহাগ মাখা অলীক নেশায়,
ভাসবো দোঁহে অনুরাগে
জীবন নীড়ে ভালোবাসায়।