হৃদয় মাঝে পেতে আসন
যতই থাকো দূরে,
বসবে না মন সেথায় তোমার
আসবে জানি ঘুরে।
পাহাড় কিম্বা সাগর পারে
নয়তো গহীন বনে,
যেখানেই যাও আমার কথা
পড়বে তোমার মনে।
যাও যদি গো তেপান্তরের
বিস্তর মরু ভূমে,
স্বপন মাঝে পাশে আমায়
দেখবে তুমি ঘুমে।
আকাশ নীলে যাও গো যদি
ইচ্ছে ডানায় করে,
তারার বাসর মধ্যে আমায়
দেখবে দুচোখ ভরে।
অনুরাগের ছোঁয়ায় মায়ায়
জীবন বাঁধা মোহে,
জীবন তরী একই মোদের
চলবো সনে দোঁহে।