নষ্ট বেলার কষ্ট কথায় ভেজা আঁখির পাতা,
মন সায়রে উথাল পাথাল স্মৃতির বেদন গাথা।
বিষাদ ভরা বিবশ হৃদে বহ্নিশিখা জ্বলে,
বেদনার দাগ হয়নি বেদাগ হাতছানি দেয় পলে।
ম্লান আলোকের গোধূলি ক্ষণ ব্যাথার তামস আনে,
নোনাজলে ভাসি নিশ্চুপ, দুখ প্রবাহের বানে।
অভিমানে থাকি পড়ে সহে কষ্ট জ্বালা,
কাল অতলে ক্রমে হারায় প্রেম শপথের মালা।
মনের ক্রান্তি কালে কত কথা হৃদে জাগে,
অলীক রেখায় স্বপ্নগুলো প্রহর সাথে ভাগে।
সময় চলে আপন তালে দিবস পরে যামী,
ভগ্ন নিরাশ মনোরথে কাটাই যে দিন আমি।
বিশ্বাসের হয় ছন্দপতন ঠুনকো প্রেমের সনে,
আবেগ প্রবণ অনুভূতি বেদন বাড়ায় মনে।
বিভীষিকার অন্তরালে জীবন না পায় দিশা,
তুমুল যুদ্ধ হৃদ অন্তরে কেবল অমা নিশা।
ভালোবাসার কাঙাল এ মন বিষন্নতায় রাজে,
বিনি সুতোয় স্বপ্ন মালা গাথে সকাল সাঁঝে।