“বই এর সাথে বইমেলায়,
আসুন সবে দুপুর বেলায়”।
সময় নিয়ে ইচ্ছেমত,
দেখবে ঘুরে বই আছে কত।
বসবে বই-প্রেমীদের চাঁদের হাট,
হবে বই উদ্বোধন, আবৃত্তি পাঠ।
বইমেলা ঐতিহ্য সুরের লহর,
রাশি রাশি বই, জ্ঞানের গহ্বর।
মানুষের ঢল মেলার প্রাঙ্গণে,
নেয় কিনে বই, আগ্ৰহী জনে।
মাঠ জুড়ে শত বইয়ের স্টল,
ভিড়ে ঠাসা লোকে, কত কোলাহল।
শীতের দিনে দুপুর বেলা,
মিঠেল রৌদ্রে আমেজ মেলা।
খুশি মনে সবে যায় দোকানে,
বই মেলায় রকমারি বইয়ের টানে।
পছন্দের বই নেয় লোকে কিনে।
খুশির রাগিনী বাজে হৃদ বীণে,
যতদিন চলে মাঠে বইমেলা,
মানুষ আমোদে ঘুরে সারাবেলা।